প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২২ ০৭:৩৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পশ্চিম রামপুরার উলন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) পাওয়ার হাউসের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে এক ঘণ্টার বেশি সময় পরে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস। এ ছাড়া একই দিনে ১১ ঘন্টার ব্যবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ১৭ তলা ভবনের ১৪ তলায় ডি-ব্লকে আগুন লাগে।
আজ সোমবার সকাল সাত টায় এ ঘটনা ঘটে। পরে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় বিএসএমএমইউ হাসপাতালে আগুন ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার।
খিলগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ হাসান আলী বলেন, ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এই আগুনের ঘটনায় রামপুরা ও এর আশপাশের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, ফায়ার সার্ভিস আগুন লাগার সংবাদ পেয়েছে ৬টা ২১ মিনিটে। পরে সদর দপ্তর থেকে ৩টি ও পলাশী থেকে ২টি ইউনিট, মোট ৫টি ইউনিট ২০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এঘটনায় কোনো হতাহত নেই।