প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:১৪ পূর্বাহ্ন
কূটনৈতিক প্রতিবেদক: রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ গভীর শ্রদ্ধায় স্মরণ করেন বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তিনি শ্রদ্ধা জানান ৩০ লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো দুই লক্ষ মা-বোন, মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় চার নেতার প্রতি। স্বাধীনতা লাভের অব্যবহিত পরপরই ১৯৭২ সালে ১০ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের জন্য তিনি জাপান ও জাপানের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযথ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ- জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পালন করেছে। দিবসটি উপলক্ষ্যে দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত টোকিওর নিউ ওতানি হোটেলে এক সংবর্ধনা ও মধ্যাহ্নে ভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
এতে জাপানের মন্ত্রীসভার সদস্য, সংসদ সদস্য, টোকিওস্হ বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও প্রধানগণ, জাপানের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাগণ, বিশিষ্ট ব্যবসায়ি, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং জাপান প্রবাসী উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী নাগরিক এই অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও জাপানের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
তিনি বলেন, বঙ্গবন্ধুর বিঘোষিত ‘সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়’ -এই নীতির ভিত্তিতে ১৯৭২ সাল হতে দীর্ঘ সময়ে পারস্পরিক বিশ্বাস, আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে বাংলাদেশ ও জাপানের দ্বি-পাক্ষিক সর্ম্পক ক্রমশই সংহত ও সুদৃঢ় হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ নেতৃত্বে এ সম্পর্কের এখন সোনালি অধ্যায় রচিত হয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন আগামীতেও পারস্পরিক শান্তি, উন্নতি ও অগ্রগতির পথে সহযোগিতার এই ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন কর্তৃক প্রদত্ত্ব ভিডিও বার্তা প্রচার এবং জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশীপ লিগের প্রেসিডেন্ট প্রদত্ত্ব বাণী পাঠ করা করা হয়।
এ সময় প্রধান অতিথি হোন্ডা তারো এবং রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ বাংলাদেশ-জাপানের কূটনৈতিক সংশ্লিষ্ট ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন দলিলপত্রাদি ও আলোকচিত্রের এক প্রদর্শনীর উদ্বোধন এবং বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে জাপান পোস্টের স্মারক ডাকটিকিটের ডিজাইন উন্মুক্ত করেন।
অনুষ্ঠানে জাপান মিন্ট-এর প্রতিনিধি বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে মুদ্রিত স্মারক মুদ্রা রাষ্ট্রদূতের নিকট হস্তান্তর করেন। এছাড়াও, দিবসটি উদযাপন উপলক্ষ্যে কেক কাটা হয়।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে জাপান সফরকালে এই হোটেলে অবস্থান করেছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত পার্লামেন্টারি ভাইস মিনিস্টার হোন্ডা তারো। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের স্বাগত জানান।