ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

মানবসম্পদ উন্নয়নে বোয়েসেল ও জাপানি কোম্পানির মধ্যে চুক্তিপত্র স্বাক্ষর


প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২২ ০২:১৯ পূর্বাহ্ন


মানবসম্পদ উন্নয়নে বোয়েসেল ও জাপানি কোম্পানির মধ্যে চুক্তিপত্র স্বাক্ষর

কূটনৈতিক প্রতিবেদক : রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ বলেন, জনশক্তি চাহিদার প্রেক্ষিতে জাপান বিভিন্ন দেশ থেকে টেকনিক্যাল ইন্টার্ন ও স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কারস নিয়োগ করছে ও বাংলাদেশও তাঁদের তালিকাভুক্ত দেশ। 

ইতোমধ্যে বাংলাদেশ সরকার ৫৩ টি কর্মী প্রেরণকারী প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে  উল্লেখ করে রাষ্ট্রদূত জাপানে অধিক হারে দক্ষ কর্মী প্রেরণের প্রচেষ্টা অব্যাহত রাখতে সবাইকে আহ্বান জানান। 

আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) জাপানের টোকিও দুতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা প্রদান সংক্রান্ত একটি চুক্তিপত্র স্বাক্ষর হয়।

বিদ্যমান করোনা পরিস্থিতিতে অনলাইনে জাপানের টোকিও বাংলাদেশ দুতাবাসে আসিয়ান ফাইন্যান্সিয়াল হোল্ডিংস কো: লি: চেয়ারম্যন ও সিইও মি. কসিয়াকি নিসিকাওয়া এবং ঢাকায় বোয়েসেলের পক্ষে কোম্পানি সচিব আব্দুস সোবহান চুক্তিপত্রটি স্বাক্ষর করেন। 

এই চুক্তিপত্র স্বাক্ষরের মাধ্যমে বোয়েসেলকে জাপানে টেকনিক্যাল ইন্টার্ন ও স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার প্রেরণে জেনবি কোঅপারেটিভ সহায়তার প্রদান করবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বিল্লাল হোসেন এবং আসিয়ান ফাইন্যান্সিয়াল হোল্ডিংস কো: লি: চেয়ারম্যন ও সিইও মি. কসিয়াকি নিসিকাওয়া।


   আরও সংবাদ