ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

উপাচার্যের সঙ্গে গবিসাসের নবম কমিটির শুভেচ্ছা বিনিময়


প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:১৬ পূর্বাহ্ন


উপাচার্যের সঙ্গে গবিসাসের নবম কমিটির শুভেচ্ছা বিনিময়

গবি প্রতিনিধি: সাভারের  গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবুল হোসেনের সাথে গবিসাসের নবগঠিত নবম কার্যনির্বাহী কমিটির শুভেচ্ছা বিনিময় সম্পন্ন হয়েছে। 

গতকাল বুধবার (১৬ ই ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে গবিসাসের নবম কমিটির সদস্যরা  ফুলেল শুভেচ্ছা জানান।  

এ সময় উপাচার্য বলেন, "তোমাদের কাজের অনেক জায়গা আছে। ভালো কাজগুলোকে প্রচারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিবে। যেসব বিষয়ে প্রতিষ্ঠানের ইমেজ নষ্ট হয়, সেটা নিয়ে আমার সাথে আলোচনা করবে। আমি সেগুলো সমাধানের চেষ্টা করবো। "

পরে কোষাধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম ও রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদের সাথে সাক্ষাত করেন গবিসাস নেতৃবৃন্দ। এ সময় তারা গবিসাসের সফলতা ও অগ্রগতি কামনা করেন। একইসাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের অর্জনগুলোকে সংবাদ মাধ্যমে প্রচার করে বিশ্ববিদ্যালয়ের মান সমুন্নত রাখার আহ্বান জানান কোষাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম। 

এদিকে ক্যাম্পাসে গবিসাসের ভূমিকার কথা বিবেচনা করে তাদের পাশে থাকা ও সহযোগিতার আশ্বাস দেন গবি রেজিস্ট্রার। 

উল্লেখ্য, শুভেচ্ছা বিনিময়কালে গবিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান, অর্থ সম্পাদক এস এম নাহিদুজ্জাহান টুটুল, সাংগঠনিক সম্পাদক ধীরা ঢালী, কার্যনির্বাহী সদস্য ইহসানুল কবির আনিন, সাধারণ সদস্য মো. আখলাক-ই-রসুল উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ