ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

কারখানায় আগুনে অসুস্থ বাসার শিশুরা


প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:১১ পূর্বাহ্ন


কারখানায় আগুনে অসুস্থ বাসার শিশুরা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তর বাড্ডা ১৭ নম্বর লেন পূর্বাঞ্চলে একটি ফার্নিচারের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। 

শুক্রবার বেলা ১১টা ৫৫ মিনিটে আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, ‘উত্তর বাড্ডায় ফার্নিচারের দোকানে আগুন লাগার ঘটনায় কাজ করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। পরে তারা ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

উত্তর বাড্ডায় আগুন লাগা কারখানার পাশের বাসা মালিক মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, আবাসিক এলাকার মধ্যে কোনো অনুমতি ছাড়া কারখানা করেছে একটি চক্র। কিছু বলতে গেলে তারা হুমকি দেয়। গতকাল আগুনে আমার বাসার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া আমার বাচ্চারা অসুস্থ হয়ে গেছে আগুনের ধোঁয়ায়। 

তিনি বলেন, আমার বাসার অনেক ফ্ল্যাটের গ্লাস ভেঙে গেছে। এ ছাড়া আনুমানিক চার থেকে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিকেলে বাড্ডা থানায় গিয়ে আমার বাসার চারপাশে ওই সব কারখানার মালিকদের নামে মামলা করব। 


   আরও সংবাদ