ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে গণ বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু


প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২২ ০৪:২০ পূর্বাহ্ন


আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে গণ বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু

গবি প্রতিনিধি: সরকারি বিধিনিষেধ মেনে আগামী শনিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) সশরীরে ক্লাস শুরু হবে। 

গতকাল রোববার (২০শে ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি অবহিত করা হয়।

এতে বলা হয়, গণ বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে সরকার ঘােষিত স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৬/০২/২০১২ইং তারিখ শনিবার থেকে গণ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে স্ব-শরীরে ক্লাস শুরু হবে।

করােনা ও এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন-এর প্রাদুর্ভাবে সরকার ঘােষিত নতুন নির্দেশনা অনুযায়ী সকলের মাস্ক পরিধান করা বাধ্যতামূলক এবং ক্যাম্পাসে প্রবেশের সময় প্রধান ফটকে সংশ্লিষ্টদের আইডি কার্ড, ভ্যাকসিন গ্রহণ/টিকা সনদ প্রদর্শন করতে হবে।

উপরােক্ত নির্দেশনা পালন সাপেক্ষে শিক্ষার্থীদের স্ব-স্ব বিভাগের সাথে যােগাযােগ করে রুটিন অনুযায়ী ক্যাম্পাসে এসে শরীরে ক্লাসে অংশগ্রহণ করা জন্য আদেশ জারি করা হয়েছে।


   আরও সংবাদ