প্রকাশ: ১৬ মার্চ, ২০২২ ০৯:৪৯ পূর্বাহ্ন
জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহায়ক কর্মচারী কল্যাণ সমিতি কার্যকরী পরিষদ নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে আবু সাঈদ ও সাধারণ সম্পাদক হিসেবে নিজাম উদ্দিন নির্বাচিত হয়েছেন।
বুধবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে বিকালে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মশিরুল ইসলাম।
নির্বাচনে সহ-সভাপতি পদে আহসান উল্যাহ ও বাবুল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাবলু দাস, সাংগঠনিক সম্পাদক পদে আজিজুর রহমান, অর্থ সম্পাদক পদে হারুন-অর-রশিদ, দপ্তর সম্পাদক পদে আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক পদে প্রদীপ কুমার দাস, সমাজ কল্যাণ সম্পাদক পদে আঃ কাদের রুবেল, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে খোরশেদ আলম, মহিলা বিষয়ক সম্পাদিকা পদে কোহিনুর বেগম নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন সোহাগ হোসেন, মজিবুর রহমান, শ্রী সুমন লাল, মানিক মৃধা এবং সখী রানী দাস।