প্রকাশ: ৬ অগাস্ট, ২০২৫ ০৫:৪৯ পূর্বাহ্ন
রোম (ইতালি) প্রতিনিধি: বাংলাদেশ দূতাবাস, রোম ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ যথাযথ মর্যাদায় পালন করেছে। আজ দূতাবাস প্রাঙ্গণে দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, রোম উদ্যাপন অনুষ্ঠান আয়োজন করে। ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। দিবসটির ওপর নির্মিত প্রামাণ্যচিত্র এবং জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কিত গ্রাফিতি ও আলোকচিত্র প্রদর্শন করা হয়।
ইতালিতে বসবাসরত বিশিষ্ট বাংলাদেশি নাগরিক ও কমিঊনিটির নেতৃবৃন্দ দিবসটির তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা পর্বে অংশগ্রহণ করেন। বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানে প্রবাসীদের অসামান্য ভূমিকার কথা উল্লেখ করে তাদের এই অবদানের স্বীকৃতির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক বক্তব্যের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতির উন্নয়ন ও জুলাই গণ-অভ্যুত্থানে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবদান উল্লেখ করেন। রাষ্ট্রদূত জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে একটি ন্যায় ও সাম্যভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
জুলাই গণ-অভ্যুত্থানে শহিদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা এবং বাংলাদেশের জনগণের সার্বিক কল্যাণ ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।