ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৮ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস রোববার


প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ০১:০৮ পূর্বাহ্ন


আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস রোববার

নিজস্ব প্রতিবেদক: তথ্য অধিকার সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামীকাল রবিবার ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’ উদ্‌যাপন করা হবে। ইউনেস্কো স্বীকৃত এ দিবসটি প্রতিবছর ২৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয়। 

দিবসটির এবারের প্রতিপাদ্য-‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্য অধিকার নিশ্চিতকরণ’ যা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫ এ ইউনেস্কোর থিম-‘ডিজিটাল যুগে পরিবেশগত তথ্যে প্রবেশাধিকার নিশ্চিত করা'’এর সাথে মিল রেখে নির্ধারণ করা হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। 

দিবসটি উদ্‌যাপন উপলক্ষ্যে আগামীকাল বিকেল তিনটায় ঢাকার আগারগাঁওয়ে তথ্য কমিশনের অডিটোরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। 

তথ্য কমিশনের সচিব নূর মোঃ মাহবুবুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের সচিব মাহবুবা ফারজানা।

এছাড়া, আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম।   


   আরও সংবাদ