ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

সৈয়দ রিজওয়ানার সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ


প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:২৪ পূর্বাহ্ন


সৈয়দ রিজওয়ানার সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করেন। 

আজ রোববার মন্ত্রণালয়ের তাঁর অফিসকক্ষে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উপদেষ্টা বলেন, চীন বাংলাদেশের উন্নয়ন অংশীদার। সরকার গঙ্গা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে আগ্রহী এবং চীন সরকারের সহযোগিতায় কারিগরি ও আর্থিক মাস্টারপ্ল্যান করা হচ্ছে। 

চীনের রাষ্ট্রদূত বলেন, পানিসম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় চীন বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী। তিনি বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। 

এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন ও চায়না অ্যাম্বাসির কমার্শিয়াল কাউন্সেলর সং ইয়াং উপস্থিত ছিলেন। 


   আরও সংবাদ