ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

৬ অক্টোবর উদ্যাপিত হবে বিশ্ব বসতি দিবস


প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৫ ০৮:০৯ পূর্বাহ্ন


৬ অক্টোবর উদ্যাপিত হবে বিশ্ব বসতি দিবস

নিজস্ব প্রতিবেদক: আগামী ৬ অক্টোবর সোমবার বিশ্ব বসতি দিবস উদ্যাপিত হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয়—"আরবান ক্রাইসিস রেসপন্স” এর ভাবানুবাদ “পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া।” 

দিবস  উদ্যাপনের উপলক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন কর্মসূচির আওতায় আগামী ৬ অক্টোবর সকাল ১০ টায়  বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। 

গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর ইন বাংলাদেশ, গোয়েন লুইস এ আলোচনাসভায় উপস্থিত থাকবেন।

এ ছাড়া এদিন র‍্যালীর আয়োজন করা হয়েছে। র‍্যালিটি সকাল ৮.৩০ টায় জিয়া উদ্যান থেকে শুরু করে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শেষ হবে।

দিবসটি  উদ্যাপন উপলক্ষ্যে আগামী ৬ ও ৭ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবীতে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে রিহ্যাব, রাজউক, স্থাপত্য, নগর পরিকল্পনাসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা আবাসন ও নির্মাণখাতের পণ্য ও সেবা প্রদর্শন করবে।

 বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য ও সবার জন্য আবাসন বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে সেমিনারের আয়োজন করা হয়েছে। যেখানে Resilient Community Oasis: Inclusive Public Open Spaces for Earthquake Preparedness by Dr. Sudipti Biswas, Professor, MIST;  An Assessment of Informal Settlement and Low-Cost Housing Intiatives in Bangladesh: Failures. Success, Factors and a Framework for Sustainable Urban Development by Ms. Uswatun Mahera Khushi, Board Member, Jatiyo Kobi Kazi Nazrul Islam University এবং Journey toward housing solutions amid the urban crisis by Country Director, Habitat for Humanity শিরোনামে তিনটি প্রবন্ধ উপস্থাপিত হবে। 

এছাড়া ৬ অক্টোবর সকল বিভাগ ও জেলা পর্যায়ে দিবসটি উদ্‌যাপন করা হবে। এ উপলক্ষ্যে স্মরণিকা প্রকাশ, গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, পোষ্টার ও ফেস্টুন স্থাপন করা হবে।


   আরও সংবাদ