ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু


প্রকাশ: ১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : সৌদি আরবের রাজধানী রিয়াদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরিকুল ইসলাম খান (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। 

বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরিকুল মণিরামপুরের খানপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

নিহত যুবকের স্বজনরা জানান, যশোর এমএম কলেজে হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলো তরিকুল। সংসারে স্বচ্ছলতা আনতে গত ৩ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান তিনি। 

গত শুক্রবার রাতে নিজ কক্ষের (সৌদি আরব) এসি মেরামত করতে গিয়ে হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এদিকে তরিকুলের মৃত্যুর খবরে তার স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ।


   আরও সংবাদ