প্রকাশ: ২৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
 
            
ঐতিহাসিক কলকাতার ইডেন গার্ডেন্সে দিবা-রাত্রির টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৪৬ রানে হারালো স্বাগতিক ভারত, গড়লেন ইতিহাস। ফলে দু’ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিলো টিম ইন্ডিয়া। ইন্দোরে সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ১৩০ রানে জিতেছিলো বিরাট কোহলির দল।
প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে অধিনায়ক কোহলির ১৩৬ রানে ৯ উইকেটে ৩৪৭ রান তুলে প্রথম ইনিংস ঘোষনা করে ভারত। ফলে প্রথম ইনিংসে ২৪১ রানে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ১৯৫ রানে অলআউট হয় বাংলাদেশ। এই ইনিংসে ৪১ দশমিক ১ ওভার ব্যাট করে টাইগাররা। তৃতীয় দিন খেলা শুরুর পর ৪৭ মিনিট ক্রিজে টিকতে পারে বাংলাদেশ।
এই ইনিংসে বাংলাদেশের পক্ষে মুশফিকুর রহিম ৭৪, মাহমুদুল্লাহ রিয়াদ ৩৯ আহত অবসর, আল-আমিন ২১ ও মেহেদি হাসান মিরাজ ১৯ রান করেন। ভারতের উমেশ ৫টি ও ইশান্ত ৪টি উইকেট নেন।
দুর্দান্ত এই জয়ে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছে বিরাট কোহলির দল। দারুণ সময় কাটানো দলটি দেশের মাটিতে জিতল টানা ১২ সিরিজ। প্রথম দল হিসেবে টানা চার টেস্টে জিতল ইনিংস ব্যবধানে। বাংলাদেশের আগে দক্ষিণ আফ্রিকাকে সিরিজের শেষ দুই টেস্টে হারিয়েছিল ইনিংস ব্যবধানে।
নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টানা সাত টেস্ট জিতল ভারত। এর সবকটিই টেস্ট চ্যাম্পিয়নশিপে। ৭ ম্যাচে ৩৬০ পয়েন্ট নিয়ে চূড়ায় রয়েছে বিরাট কোহলির দল। ১১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অস্ট্রেলিয়া। একমাত্র দল হিসেবে চ্যাম্পিয়নশিপে অপরাজিত রয়েছে ভারত।