ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

এসএ গেমসে বাংলাদেশের প্রথম পদক জিতলেন হোমায়রা


প্রকাশ: ২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


এসএ গেমসে বাংলাদেশের প্রথম পদক জিতলেন হোমায়রা

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ান গেমসের ( ১৩তম এসএ গেমস) এবারের আসরে বাংলাদেশকে প্রথম পদক উপহার দিলেন হোমায়রা আক্তার অন্তরার হাত ধরে। কারাতে ইভেন্টে মেয়েদের একক কাতায় ব্রোঞ্জ জিতেছেন হোমায়রা আক্তার।

এ ইভেন্টে সোনা জিতেছে পাকিস্তান, রূপা ঘরে তুলেছে নেপাল।একই ইভেন্টের পুরুষ এককেও ব্রোঞ্জ জিতেছেন দেশের হাসান খান সান।

সোমবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত এই ইভেন্টে পাঁচজন প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়েছেন হোমায়রা। স্বর্ণপদক জিতেছে পাকস্তান এবং রৌপ্য জিতেছে নেপাল।

ব্রোঞ্জ জেতার পর হোমায়রা বলেন, আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না। কিন্তু আমার পারফরম্যান্স আশানুরূপ হয়নি। 


   আরও সংবাদ