ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

এসএ গেমস: দ্বিতীয় স্বর্ণ আল আমিনের


প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


এসএ গেমস: দ্বিতীয় স্বর্ণ আল আমিনের

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) এবারের আসরে কারাতে থেকে দ্বিতীয় সোনা পেয়েছে বাংলাদেশ। নিজের ইভেন্ট কুমিতে সেরা হয়েছেন আল আমিন।

মঙ্গলবার (ডিসেম্বর) পুরুষ একক অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়েছেন এই অ্যাথলেট।

এর আগে সোমবার তায়কোয়ান্দোয় ছেলেদের ২৯ (প্লাস) বয়সীদের ইভেন্ট পুমসে বাংলাদেশকে প্রথম সোনার পদক এনে দেন দিপু চাকমা।


   আরও সংবাদ