প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
 
            
স্পোর্টস ডেস্ক: ভারোত্তলনে গত এসএ গেমসে সোনা জেতার পর কেঁদে আলোচিত হয়েছিলেন ভারত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। চলমান ১৩তম এসএ গেমসে আবারও বাংলাদেশকে সোনার পদক পাইয়ে দিয়েছেন সীমান্ত। ৭৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন তিনি।
৮১ কেজিতে রৌপ্য জিতেছেন বাংলাদেশের জোহরা খাতুন নিশা।
গতবার পদক গ্রহণের সময় সীমান্তের কেঁদে ওঠার ভিডিও ভাইরাল হয়েছিল। এবার স্বর্ণ জিততে তিনি হারিয়েছেন শ্রীলঙ্কার প্রিয়ান্থিকে। এই নিয়ে পঞ্চম স্বর্ণ জিতলো বাংলাদেশ।