ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

ঢাবির নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু


প্রকাশ: ১৯ জুলাই, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


ঢাবির নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)'র জগন্নাথ হলের নির্মাণ কাজ করার সময় উপর থেকে পড়ে শিবলু মোল্লা (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯জুলাই) বিকালে এঘটনা ঘটে। 

এসময় গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৪ টায় তাকে মৃত ঘোষণা করে। 

নিহতের সহকর্মীরা জানান, ১০ তলা নির্মাণাধীন ভবনের ৮ম তলায় মাচানে দাড়িয়ে কাজ করার সময় নিচে পড়ে যায়।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ফাড়ির সহকারী উপ-পরিদর্শক আবদুল খান। তিনি বলেন, মৃতদেহ টি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। 

নিহত শিবলু মোল্লা নওগাঁ জেলার রানীনগর, হরিসপুর গ্রামের রেজাউল করিমের ছেলে।


   আরও সংবাদ