ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

দাপুটে জয়ে কোয়ার্টারে জিদানের রিয়াল মাদ্রিদ


প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


দাপুটে জয়ে কোয়ার্টারে জিদানের  রিয়াল মাদ্রিদ


স্পোর্টস ডেস্কঃ দাপুটে এক জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে রিয়াল জারাগোজাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জিনেদিন জিদানের দল। সেইসঙ্গে নিশ্চিত করেছে কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল।

রিয়ালকে শুরুতেই লিড এনে দেন রাফায়েল ভারানে। প্রথমার্ধ্বের আগে আরও এক গোল করেন লুকাস ভাসকেস। বিরতির পর দলের তৃতীয় গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র, আর বদলি হিসেবে নেমে এক হালি পূর্ণ করেন করিম বেনজেমা।

গোলের খাতা খুলতে মাত্র ছয় মিনিট সময় লাগে রিয়ালের। টনি ক্রুসের ক্রস থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন রাফায়েল ভারানে। ৩২তম মিনিটে ক্রুসের পাস থেকেই ব্যবধান দ্বিগুণ করেন লুকাস ভাসকেস। হাফ টাইমের আগে আরও এক গোল পেতে পারতো রিয়াল। সুযোগ মিস করেন দানি কার্ভাহাল।

দ্বিতীয়ার্ধেও দাপট দেখিয়েই খেলতে থাকে রিয়াল। ৭২ মিনিটে হামেস রদ্রিগেসের থ্রু পাস ধরে ডি-বক্সের ভেতর থেকে দারুণ শটে জাল কাঁপান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র।

সাত মিনিট পর কাছ থেকে বক্সের কাছ বাঁ পায়ের শটে বড় জয় নিশ্চিত করেন বদলি হিসেবে মাঠে নামা ফরাসি তারকা করিম বেনজেমা। টুকটাক সুযোগ তৈরি করেছিল জারাগোজাও। কিন্তু গোলমুখ খুলতে পারেনি। শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে জিনেদিন জিদানের দল।


   আরও সংবাদ