ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কিংবদন্তি অভিনেতা আলমগীর হাসপাতালে


প্রকাশ: ১ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কিংবদন্তি অভিনেতা আলমগীর হাসপাতালে

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা আলমগীর রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। গত শনিবার জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

এ বিষয়ে তিনি নিজেই সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, আপাতত কিছুটা ভালো আছি। চিকিৎসক আরো দুই-তিনদিন হাসপাতালে থাকতে বলেছেন। সবার কাছে দোয়া চাই।

এদিকে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা মঙ্গলবার সকালে ডেঙ্গুর বিস্তার রোধ ও গুজবের প্রতিকারে এক মানববন্ধনে অভিনেতা আলমগীরের সুস্থতায় সবার কাছে দোয়া চেয়েছেন।


   আরও সংবাদ