ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট: শ্রীলঙ্কা সফর স্থগিত করল দক্ষিণ আফ্রিকা


প্রকাশ: ২০ এপ্রিল, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


ক্রিকেট: শ্রীলঙ্কা সফর স্থগিত করল দক্ষিণ আফ্রিকা

খেলাধুলা ডেস্ক : করোনা ভাইরাস সংক্রমণের কারণে ক্রিকেট বিশ্বে ব্যাপক প্রভাব পড়েছে। সব ধরনের ক্রিকেট স্থগিত করা হয়েছে। ঘরোয়া ক্রিকেট তো বন্ধ আছে, পাশাপাশি একের পর এক আন্তর্জাতিক দ্বিপাক্ষীয় সিরিজও স্থগিত করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার দক্ষিণ আফ্রিকা আগামী জুন মাসে তাদের শ্রীলঙ্কা সফর স্থগিত করেছে।

রোববার (এপ্রিল ২০) সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। সফরে লঙ্কানদের বিপক্ষে তিনটি  ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল।

সিএসএ’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জ্যাক ফাউল বলেন, ‘প্রোটিয়ারা লকডাউন পরিস্থিতির মধ্য দিয়ে সফরের জন্য প্রস্তুতি নিতে পারছে না। তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্রিকেটারদের স্বাস্থ্য ঝুঁকির কথা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। 

সে জন্যই আমরা বাধ্য হয়ে সফরটি  স্থগিত করছি। আমরা যত দ্রুত সম্ভব পরবর্তী সময়ে আবার সফরসূচী নির্ধারণ করবো।


   আরও সংবাদ