ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

বঙ্গবন্ধুর সমাধিস্থলে বশেমুরবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের শ্রদ্ধা


প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২০ ২১:১৮ অপরাহ্ন


বঙ্গবন্ধুর সমাধিস্থলে বশেমুরবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের শ্রদ্ধা

বশেমুরবিপ্রবি থেকে খাদিজা জাহান : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে নবনিযুক্ত উপাচার্য বঙ্গবন্ধুর সমাধিস্থলে ফুল দিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন এবং ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

এসময় অধ্যাপক ড.এ কিউ মাহবুব বলেন, ‘আমি সর্বোপরি বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করি। তিনি অনন্যসাধারণ এবং প্রতিশীল বিশ্ববরেণ্য একজন নেতা ছিলেন। তিনি বিশ্বের স্বাধীনতাকামী মানুষের কণ্ঠস্বর ও পথিকৃৎ।


   আরও সংবাদ