ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

কিডনিজনিত সমস্যায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুতে সহপাঠীদের শোক


প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২০ ২০:৩০ অপরাহ্ন


কিডনিজনিত সমস্যায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুতে সহপাঠীদের শোক

বশেমুরবিপ্রবি থেকে খাদিজা জাহান : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অধ্যয়নরত কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সনেট দাস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিএসই বিভাগের শিক্ষার্থী মেসবাউল হাসান।

তিনি জানান, “সনেট দাস দীর্ঘদিন যাবৎ কিডনি জটিলতায় ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এবং সেখানেই আজ সন্ধ্যা ৬.৩০ এর দিকে মৃত্যুবরণ করেন। হাসপাতালে সকল প্রসিডিওর শেষে মৃতদেহ তার গ্রামের বাড়ি বাগেরহাটে নিয়ে যাওয়া হবে। সেখানেই শেষকৃত্য অনুষ্ঠিত হবে।”

এদিকে সনেট দাসের মৃত্যুতে বশেমুরবিপ্রবিতে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক-শিক্ষিকাসহ সহপাঠীরা তার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।


   আরও সংবাদ