ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

গরিব দেশগুলোর ওপর শোষণ বন্ধ করতে হবে : ইমরান খান


প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২০ ২০:০৮ অপরাহ্ন


গরিব দেশগুলোর ওপর শোষণ বন্ধ করতে হবে : ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : মাল্টি-ন্যাশনাল কোম্পানিগুলোর কর ফাঁকির কারণে প্রতি বছর শত শত কোটি ডলার নষ্ট হচ্ছে। ট্রিলিয়ন ডলারের অবৈধ অর্থ ট্যাক্সের নামে জমা হয়। গরিব দেশগুলোর ওপর এমন শোষণের অবশান বন্ধ করতে হবে। সে সাথে গরিব দেশগুলো থেকে চুরি করা অর্থ অবশ্যই দ্রুত ফেরত দিতে হবে বলে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়  পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের অবকাশে একটি উঁচু পর্যায়ের ফাইনান্সিয়াল অ্যাকাউন্টিবিলিটি, ট্রান্সপারেন্সি অ্যান্ড ইন্টিগ্রিটি প্যানেলে বক্তৃতা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

অর্থের অবৈধ প্রবাহ বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গরিব ও উন্নয়নশীল দেশগুলোর এই রক্তক্ষরণ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে চূড়ান্ত পদক্ষেপ নিতে হবে বলে জানান পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান।

বিএনএন নিউজ/এসএম


   আরও সংবাদ