ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

সারাদেশে ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে কুবিতে মানববন্ধন


প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২০ ১৯:৪৪ অপরাহ্ন


সারাদেশে ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে কুবিতে মানববন্ধন

কুবি থেকে শাহীন আলম : সারাদেশে ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে ধর্ষকের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি দাবীর লক্ষ্যে প্রতিবাদ কর্মসূচী ও মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগ। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১ টায় বঙ্গবন্ধু ভাস্কর্য পাদদেশে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এই সময় দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্ত বলেন, ‘সারাদেশে ধর্ষণ ও সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণের তিব্র নিন্দা জানাই। 

যারা ধর্ষকের সাথে জড়িত তারা কোন দিন ছাত্রলীগের কোন পদে ছিল না, তারা শুধুমাত্র ছাত্রলীগের নাম ব্যবহার করে নিজের ক্ষমতাকে অপব্যবহার করে। ধর্ষক যেই হোক তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওযা উচিত।’

হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ বলেন, ‘ছাত্রলীগ সবসময় নারী আন্দোলন ও নারী সুরক্ষা নিয়ে কাজ করেছে, আর ধর্ষক যে দলের হোক তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে সামনে এগিয়ে যাব। আমরা তার মত নির্ভয়ে অন্যায় প্রতিবাদ করে যাব, যাতে বাংলাদেশে এই রকম ধিক্কারজনক ঘটনা আর না হয়।

কর্মসূচীতে উপস্থিত ছিলেন দত্ত হল ও শাখা ছাত্রলীগের কর্মী সালমান আহমেদ, মেহেদী হাসান, সোহাগ, কেবি সাকিবসহ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।


   আরও সংবাদ