ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

ইবির নবনিযুক্ত উপাচার্যকে ছাত্র মৈত্রীর শুভেচ্ছা


প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৫৬ অপরাহ্ন


ইবির নবনিযুক্ত উপাচার্যকে ছাত্র মৈত্রীর শুভেচ্ছা

ইবি থেকে শাহীন : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত ১৩তম উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালামকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ছাত্র মৈত্রী ইবি শাখা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সংগঠনটির সভাপতি আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু স্বাক্ষরিত শুভেচ্ছা বার্তার মাধ্যমে নবনিযুক্ত উপাচার্যকে অভিনন্দন জানানো হয়।

নবনিযুক্ত উপাচার্যের মেধা, মনন, যোগ্যতা ও দূরদর্শিতায় ইবি বিশ্ব দরবারে সুনাম অর্জন সহ আবাসন ও পরিবহন সংকট দূরীকরণ, সেশনজট নিরসন, শিক্ষার মানোন্নয়ন ও গবেষণার দ্বার উন্মোচন, হলের পরিবেশ ও খাবারের মান উন্নয়ন, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ, সর্বোপরি ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠন ও নির্বাচনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করে সংগঠনের নেতা-কর্মীরা।

একই সাথে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে ইবির উন্নয়নে অসামান্য অবদান রাখায় সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী-কে ধন্যবাদ জানানো হয়।


   আরও সংবাদ