ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

ইবি কর্মকর্তা এস.এম খাবিরুলের উপর বহিরাগতের হামলা


প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২০ ১৫:১৪ অপরাহ্ন


ইবি কর্মকর্তা এস.এম খাবিরুলের উপর বহিরাগতের হামলা

ইবি থেকে শাহীন আলম : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অফিসের শাখা কর্মকর্তা এস.এম খাবিরুল ইসলাম বহিরাগত এক লোকের দ্বারা হামলার শিকার হয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা ডরমিটরির সামনে আবু সাঈদ নামের একজন বহিরাগত উপাচার্য অফিসের শাখা কর্মকর্তা এস.এম খাবিরুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এরপর থেকে তিনি নিরাপত্তা হীনতায় ভুগছেন।

এ বিষয়ে উপাচার্য অফিসের শাখা কর্মকর্তা এস.এম খাবিরুল ইসলাম বলেন, অফিসে কাজ আছে সেজন্য রেজিস্ট্রার স্যার আমাকে আসতে বলছিল। আমি বেলা ১২টার দিকে ডরমিটরি সামনে দিয়ে আসতে ছিলাম এমন সময় আবু সাঈদ নামের একজন বহিরাগত লোক আমাকে দাঁড় করিয়ে বলল তোর বোনে টাকা নিছে টাকা দেস না কেন? এই বলেই আমাকে মাইর শুরু করে। টাকার নেওয়ার বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, টাকা কে নিবে! মূলত আমাকে মারার টার্গেট ছিল তার।

এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে ফরেন সেল এর দিন মজুরি ভিত্তিতে কর্মরত মঞ্জুরুল ইসলামকে সায়েন্স ফ্যাকাল্টির সামনে বহিরাগত দুজন লোক হামলা করেছে বলে তিনি অভিযোগ করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক পরেশ চন্দ্র বর্ম্মন বলেন, এটি খুবই লজ্জাজনক ঘটনা, আমি লিখিত অভিযোগ হাতে পেয়েছি, খুব দ্রুতই প্রশাসনিকভাবে পদক্ষেপ নেওয়া হবে।


   আরও সংবাদ