ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

সিইএ'এর বশেমুরবিপ্রবি শাখার সভাপতি আকিব, সম্পাদক রুপন


প্রকাশ: ২ অক্টোবর, ২০২০ ১২:২৯ অপরাহ্ন


সিইএ'এর বশেমুরবিপ্রবি শাখার সভাপতি আকিব, সম্পাদক রুপন

বশেমুরবিপ্রবি থেকে খাদিজা জাহান : তরুণ উদ্যোক্তাদের নিয়ে 'ক্যাম্পাসিয়ান এন্ট্রাপ্রেনিউরস এসোসিয়েশন' এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।

উক্ত কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন  আকিব আদনান শাফিন (৩য় বর্ষ, এসিসিই) এবং সাধারণ সম্পাদক রুপন ইসলাম শুভ (২য় বর্ষ, এলভিএম)।

এছাড়া সহ-সভাপতি রাকিবুল ইসলাম, নূর ইয়াসিন আরমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া রশিদ অর্পা, সৈয়দা জিনিয়া আফরোজ, ইয়ামিনুর রহমান সাকি, রিফাত জাহান, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, ইশাত সুলতানা জেরিন, অর্থ সম্পাদক কাজী ইফতি আরাফাত, সহকারী অর্থ সম্পাদক সাদিয়া কবির।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, লিমা খানম, তাইসিন নিসা, সালাউদ্দিন, সারোয়ার জামান, মহসিনা আক্তার শিলা, নুসরাত জাহান, রাশেদুল আলম নাহিদ, রাকিব উল ইসলাম, আলাওল, মোবাশ্বিরা তাসনিম আখি।

নবগঠিত কমিটির সভাপতি আকিব আদনান বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের বেকারত্ব দূরীকরণে ক্যাম্পাসিয়ান এন্ট্রাপ্রেনিউরস এসোসিয়েশন গুরুত্বপূর্ণ  ভূমিকা রাখবে। ঘরে ঘরে দক্ষ ও সফল উদ্যোক্তা গড়ে তোলা এবং দেশের তরুণ-তরুণী উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তোলাই আমাদের মূল লক্ষ্য। আমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য বশেমুরবিপ্রবি শাখা নিরলসভাবে কাজ করে যাবে। এজন্যে সকলের সহযোগিতা কামনা করি।

সাধারণ সম্পাদক রুপন ইসলাম বলেন, সমাজের চিত্র পাল্টাতে উদ্যোক্তাদের গুরুত্ব অপরিসীম। বর্তমানে দেশের চাকরী বাজার খুবই চ্যালেঞ্জিং তাই পড়াশোনার পাশাপাশি যদি স্বল্প পরিসরে হলেও উদ্যোগ নেওয়ার সাহস করতে পারলে ভবিষ্যতের সময়টাতেও নিজেকে এবং নিজের পরিবারকে টানাপোড়েনে দিন পাড় করতে হবে না। আমাদের এ পথযাত্রায় ক্যাম্পাসিয়ান এন্ট্রাপ্রেনিয়রস এ্যাসোসিয়েশন অনেক বড় ভূমিকা রাখবে।


   আরও সংবাদ