প্রকাশ: ৩ অক্টোবর, ২০২০ ১২:০১ অপরাহ্ন
ইবি থেকে শাহীন : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের স্নাতক ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উলফাৎ আরা তিন্নির রহস্যজনক মৃত্যুতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় মুক্তিযোদ্ধারা।
শনিবার (০৩ অক্টোবর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করা হয়। এসময় তারা মুখে কালো কাপড় বেঁধে ঘৃণ্য হত্যাকান্ডের প্রতিবাদ এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানায়।
মানববন্ধনে বলা হয়, একজন মুক্তিযোদ্ধার সন্তান নির্যাতিত হয়ে বিদায় নিবে এটা বড় দুঃখের বিষয়। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নির্যাতিত হবে; তবে কী একাত্তরে এর জন্যই দেশ স্বাধীন করা হয়েছে!
এছাড়াও মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী ও স্থানীয় মুক্তিযোদ্ধারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পুলিশ প্রশাসনের কাছে গ্রেফতারকৃত এবং পলাতক দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার বাস্তবায়নের দাবি জানায়। একই সাথে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য যথাযথ পদক্ষেপর কথা বলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার মধ্যরাতে সাবেক ভগ্নীপতির হাতে নির্যাতিত হয়ে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়ার নিজ বাড়িতে ফ্যানে ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখা যায় তিন্নিকে। এ ঘটনায় শৈলকুপা থানা পুলিশ চারজনকে আটক করেছে।