ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

হাবিপ্রবিতে টিএসসি থেকে ব্যাংক অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন


প্রকাশ: ৩ অক্টোবর, ২০২০ ১৪:৫৭ অপরাহ্ন


হাবিপ্রবিতে টিএসসি থেকে ব্যাংক অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

হাবিপ্রবি থেকে আবু সাহেব : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এর ২য় তলা থেকে রুপালি ব্যাংক বিশ্ববিদ্যালয় শাখা অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (৩ অক্টোবর)  দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)এর সামনে অতি দ্রুত ব্যাংক অপসারণ করে টিএসসি'র ২য় তলা সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের ১৬ ব্যাচের সাধারন শিক্ষার্থীরা।

এর আগে ২০১৯ সালের মে মাসে  টিএসসিতে ব্যাংক  স্থানান্তরের কাজ শুরু হলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করে আন্দোলন শুরু করে। এক পর্যায়ে শিক্ষার্থীদের তোপের মুখে ব্যাংকের শাখা স্থানান্তরের কাজ বন্ধ রাখে বিশ্ববিদ্যালয় প্রশসান।এমতাবস্থায়  করোনা মহামারীর কারণে ক্যাম্পাস বন্ধ পুনরায় টিএসসিতে রুপালি ব্যাংকের শাখা স্থানান্তরের কাজ শুরু করে।

মানববন্ধনে ১৬ ব্যাচের শিক্ষার্থী মারুফ হাসান বলেন,'টিএসসি এই বিষয় নিয়ে  শিক্ষার্থীদের সাথে গতবছর জুলাই মাসে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যাংক অপসারণের প্রতিশ্রুতি দিয়েও যে ভঙ্গ করলো তাহলে এখন শিক্ষার্থীরা কোন হিসেবে বিশ্বাস করবে প্রশাসন সাধারণত শিক্ষার্থীদের যৌক্তিক দাবী মেনে নিয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা অনতিবিলম্বে টিএসসি থেকে ব্যাংক অপসারণের জোড় দাবী জানাচ্ছি এবং আশ্বাস ভঙ্গের জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করছি'।

মানববন্ধনে মোঃ জুয়েল রানা আরো বলেন যে,'টিএসসি এমন একটি স্থান যেখানে শিক্ষার্থীরা পড়াশোনার জন্য গ্রুপ ডিসকাশন,সাংস্কৃতিক প্রোগ্রামের জন্য রিহার্সাল,শিক্ষক পরামর্শের জন্য ব্যবহার করে থাকে।কিন্তু ব্যাংক একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। শিক্ষা ও বিনোদন কার্যক্রম এবং ব্যবসা একসাথে কখনোই চলতে পারে না।আমরা সাধারণ শিক্ষার্থীরা জোর দাবি জানাচ্ছি,অতি শীঘ্রই টিএসসি থেকে ব্যাংক অপসারণ করে ২য় তলা সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক।'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডা. মোঃ ফজলুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যে,' ব্যাংক স্থানান্তরের ব্যাপারেও বিস্তারিত জানি না আর মানববন্ধনের বিষয়েও আমি ভালোভাবে জানি না।তবে ব্যাংক স্থানান্তরের সমস্যা নিয়ে ভিসি স্যারের সাথে আজ (৩ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় ভার্চুয়াল মিটিং রয়েছে। মিটিংয়ের পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,' যখন ব্যাংক স্থানান্তর  সিদ্ধান্ত ও কাজ শুরু হয় তখন আমি ক্যম্পাসে ছিলাম না।আর এ বিষয়ে আমি বিস্তারিত জানি না। এ বিষয়ে ভিসি স্যারের সাথে মিটিং  হওয়ার কথা রয়েছে। মিটিং পরে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।'

উল্লেখ্য,  বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র(টিএসসি)৫ম তলা বিশিষ্ট। এর মধ্যে ক্লাশ সংকটের কারণে ৪র্থ এবং ৫ম তলা যথাক্রমে স্থাপত্য বিভাগ এবং এ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ও ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগকে বরাদ্দ দেওয়া হয়েছে।অন্যদিকে ৩য় তলা ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়।বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রায় ১১ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। 

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের রিহার্সেল, সেমিনার, পার্টি, এক্সিবিশনের জন্য ১ম তলা ও ২য় তলা ব্যবহার করতো ছাত্র-ছাত্রীরা। কিন্তু এতেও জায়গার সংকুলান হচ্ছিল না।


   আরও সংবাদ