ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

নারীর প্রতি সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপের দাবি ইবি ছাত্র ইউনিয়নের


প্রকাশ: ৩ অক্টোবর, ২০২০ ২০:১২ অপরাহ্ন


নারীর প্রতি সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপের দাবি ইবি ছাত্র ইউনিয়নের

ইবি থেকে শাহীন : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১২-১৩ (স্নাতক) শিক্ষাবর্ষের ছাত্রী উলফাত আরা তিন্নির রহস্যজনক মৃত্যুতে বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন করা হয়। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছে ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ।

দপ্তর সম্পাদক পিয়াস পান্ডের প্রেরিত বার্তায় সারাদেশে নারীর প্রতি সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

ইবি সংসদের সভাপতি নুরুন্নবী ইসলাম সবুজ ও সাধারণ সম্পাদক জি কে সাদিক যৌথ সংবাদ বিবৃতিতে এ দাবি জানান। 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তিন্নি হত্যাকাণ্ড সারাদেশ নারীর উপর চলমান লাগামহীন সহিংসতার অংশ। এসব সহিংসতার দ্রুত বিচারের দাবী জানিয়েছে ছাত্র ইউনিয়ন। 

এসব সহিংসতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নেওয়ার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সার্বিক পপরিস্থিতি এতটাই অবনতি হয়েছে যে ঘরে বাইরে কোথাও নারীর নিরাপত্তা নেই। এটা সারাদেশে আইন শৃঙখলা অবনতির অংশ।   

উল্লেখ্য, তিন্নি শৈলকূপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের যুগিপাড়া গ্রামের সাবেক সেনা সদস্য মুক্তিযোদ্ধা মৃত ইউসুফ আলীর মেয়ে। গত বৃহস্পতিবার মধ্যরাতে সাবেক ভগ্নীপতির হাতে নির্যাতিত হয়ে শেখপাড়া নিজ বাড়িতে ফ্যানে ওড়না পেঁচিয়ে ঝুলে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শৈলকুপা থানা পুলিশ চারজনকে আটক করেছে।


   আরও সংবাদ