ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

যবিপ্রবির ছাত্র হলে ফের চুরির অভিযোগ


প্রকাশ: ৪ অক্টোবর, ২০২০ ১৮:১৪ অপরাহ্ন


যবিপ্রবির ছাত্র হলে ফের চুরির অভিযোগ

যবিপ্রবি থেকে নাজিম উদ্দিন : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি)'এর একমাত্র আবাসিক ছাত্র হল শহীদ মসিয়ূর রহমান হলে ফের চুরির ঘটনা ঘটেছে। এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগও করা হয়েছে। কিন্তু এই রহস্যজনক চুরির ঘটনায় চোরের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে গেছে।

গত ২১ সেপ্টেম্বর ম্যানেজমেন্ট বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থীর  শহীদ মসিয়ূর রহমান হলের ৪১৪ নং রুম থেকে কম্পিউটার চুরি হয়।

উক্ত চুরির বিষয়ে তদন্তের লক্ষ্যে পাঁচ সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু তদন্ত কমিটির প্রতিবেদনে মেলেনি চোরের কোন তথ্য। এছাড়াও তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগেই উঠেছে বেশ কয়েকটি নতুন চুরির অভিযোগ।

এই চুরিতে  চোর তার চাহিদা অনুযায়ী জিনিসপত্র চুরি করেন,২য় তলার কিছু রুম থেকে প্লাস্টিকের রেক চুরি করেছে কিন্তু অন্যান্য ইলেক্ট্রিক্যাল পণ্য নেয়নি। ৩২৪ নং রুমের স্ট্যান্ড ফ্যান চুরির করেছে কিন্তু অন্য কিছু নেয়নি । এছাড়াও ৪১৩ নং রুমে একটি ছোট আলমারির তালা ভেঙে কিছু জিনিসপত্র ,জামাকাপড় ও নতুন একটি গিটার  চুরি করে নিয়ে গেছে। 

হলে   এখন পযর্ন্ত যে   চুরির ঘটনা ঘটেছে তা দেখে মনে হচ্ছে চোর একই কৌশল অবলম্বন করে চুরি করছে এবং একই ধরনের চোর বা চোররের দল  এই চুরি করছে বলা চলে কারন সব ধরনের চুরিতে চোর হলের বেলকনির মাধ্যমে রুমের পেছনের দরজা দিয়ে প্রবেশ করে এবং চুরি করে ভেতর থেকে সামনের দরজা আটকে দেন।

চুরির বিষয়ে হল প্রভোস্ট ড. নাজমুল হাসান বলেন , চুরির ঘটনার তদন্ত কমিটির প্রতিবেদনে চুরির রহস্য উদঘাটন ও চোরের কোন হদিশ পাওয়া যায়নি। তদন্ত কমিটির চুরি রোধে আমাদের কিছু পরামর্শ দিয়েছে আমরা এইগুলো বাস্তবায়ন করছি। 

ইতোমধ্যেই আমরা হলের নিরাপত্তার জন্য নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়িয়েছি , হলের পিছনে সার্চ লাইট লাগিয়েছি এবং প্রতিটা তলার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসি ক্যামেরা লাগানোর কাজ খুব তাড়াতাড়ি সম্পন্ন করা হবে। এরমধ্যে হলে চুরি বন্ধ করতে প্রয়োজনীয় সকল বাবস্থা আমরা গ্রহন করেছি । যেহেতু হল বন্ধ ঘোষণার সময় নোটিশের মাধ্যমে আমরা সকল শিক্ষার্থীকে মূল্যবান সামগ্রী নিয়ে যেতে বলেছি সেক্ষেত্রে এই দায়ভার হল প্রশাসনের না। 

হলের নিচ তলা থেকে তিন তলা পর্যন্ত ২৬ টি সিসিটিভি ক্যামেরার আওয়াতাভুক্ত সেখানে এই ধরনের  ঘটনা একান্তই কাম্য নয়।শিক্ষার্থীদের মাঝ থেকে এধরনের বিভিন্ন সমালোচনা ও আলোচনা ওঠে আসছে।তাদের দাবি এধরনের চুরি রোধ করতে হবে, তাদের ক্ষতিপূরণ দিক বিবেচনায় আনতে হবে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে যেন এধনের ঘটনা আর না ঘটে।


   আরও সংবাদ