প্রকাশ: ৬ অক্টোবর, ২০২০ ১৪:১৫ অপরাহ্ন
যবিপ্রবি থেকে নাজিম উদ্দিন : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বি.এম.ই) বিভাগের উদ্যোগে আয়োজিত স্বাস্থবিষয়ক 'বায়োমেড ইনোভেশন ১.০' নামক অনলাইন প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়েছে। যবিপ্রবির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের একমাত্র ক্লাব বি.এম.ই ক্লাবের ব্যানারে এটিই ছিল প্রথমবারের মত প্রকাশিত অনলাইন প্রতিযোগিতা।
প্রতিযোগিতাটি তিনটি পৃথক ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছিল- ১.হেলথকেয়ার ডিজাইন, ২.কেস সলভিং, ৩.কুইক কুইজ
প্রতাযোগিতায় হেলথকেয়ার ডিজাইনে চ্যাম্পিয়ন হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান এবং রানার-আপ হয়েছেন সামসন জয় পালমা, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
কেস সলভিং এ চ্যাম্পিয়ন হয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাবিহা আফরোজ রেদিতা এবং রানার-আপ হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালওয়া সিদ্দিকা হক।
কুইক কুইজে চ্যাম্পিয়ন হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ মুহাইমেনুল হক প্রত্যয় এবং রানার-আপ হয়েছেন জেবা আনিকা আন-নুর(এম.আই.এস.টি)।
প্রতিযোগিতার প্রতিটি ক্যাটাগরির জন্য পুরষ্কারের প্রদানের ব্যবস্থা করা হয়েছিল এবং প্রত্যক বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
বায়োমেড ইনোভেশন ১.০' নামক অনলাইন প্রতিযোগিতার সাথে ছিলেন বিভিন্ন সহযোগী পার্টনার-
আইটি সহযোগী হিসেবে ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোবো সোসাইটি (JUSTRS)। প্রোমোশনাল সহযোগী ছিলেন আডভান্স বায়ো-ইঞ্জিনিয়ারিং ক্লাব, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ABC KUET)। এনগেজমেন্ট সহযোগী হিসেবে ছিলেন বায়োটেক সোসাইটি, এইনথোভেন ক্লাব (MIST), মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন জনপ্রিয় পোর্টাল রাইজিং বিডি এবং রেডিও পার্টনার হিসেবে ছিলেন বাংলা রেডিও ৯২.২ এম।
উক্ত প্রতিযোগিতার এ্যাডভাইজারের দায়িত্বে ছিলেন সম্মানিত অভিজ্ঞ শিক্ষকগন- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান হাসান মোহাম্মদ আল-ইমরান, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ জাকির হোসেন, লেকচারার সাহাবুদ্দিন, লেকচারার মাহমুদুল হক মিলু এবং এম.আই.এস.টির লেকচারার আসাদুর রহমান (পিএইচডি)।