প্রকাশ: ৭ অক্টোবর, ২০২০ ১১:১০ পূর্বাহ্ন
হাবিপ্রবি প্রতিনিধি : দেশ তথা বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর কারণে শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত শিক্ষার্থীদের সম্পৃক্ত করে চলমান অনলাইন শিক্ষা কার্যক্রমকে ফলপ্রসূ ও বেগমবান করার জন্য উপাচার্য বরাবর লিখিত স্মারকলিপি দেয় দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রগতিশীল শিক্ষক ফোরাম।
বুধবার (৭ অক্টোবর) হাবিপ্রবি প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. বলরাম রায় ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস.এম. হরুন-উর-রশীদের যৌথ স্বাক্ষরিত এক স্মারকলিপিতে বিষয় টি নিশ্চিত করেন।
স্মারকলিপিতে বলা হয় যে," বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণের কারণে শিক্ষা কার্যক্রম কে সচল রাখতে মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশনায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করা হয় যা চলমান রয়েছে। কিন্তু শিক্ষার্থীদের একটি বড় অংশ যাদের গত মার্চ মাসে সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছিল,বা সেমিস্টার ফাইনাল পরীক্ষার রুটিন হয়েছিল, অথবা প্রস্তুতিমূলক ছুটি (পিএল) শুরু হয়েছিল, তারা এখনো অনলাইন শিক্ষা কার্যক্রমের আওতায় আসে নি।
দীর্ঘ ৭ মাস ধরে শিক্ষা কার্যক্রমের সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিরাজমান পরিস্থিতিতে ঐ সকল ছাত্রছাত্রী সেশনজটের আশংকায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছে। ইতোমধ্যে আসন্ন শীতকালে করোনা মহামারীর ২য় ঢেউ এর আশংকা করা হচ্ছে।
এমতাবস্থায় অত্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত করে কার্যকর ভাবে অনলাইন শিক্ষা কার্যক্রমকে বেগবান করতে নিম্নলিখিত প্রস্তাব দেওয়া হলো:
১. গত মার্চ মাসে সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছিল, বা সেমিস্টার ফাইনাল পরীক্ষার রুটিন হয়েছিল, অথবা প্রস্তুতিমূলক ছুটি (পিএল) শুরু হয়েছিল, অথবা এর তারিখ নির্ধারণ করা হয়েছিল এ ধরনের সকল ব্যাচের শিক্ষার্থীদের পরবর্তী সেমিস্টারের ক্লাস শুরু করা প্রয়োজন।
২. ইতোমধ্যে যে সকল শিক্ষার্থীর অনলাইন ক্লাসের মাধ্যমে কোর্স শেষ হয়েছে বা আগামীতে শেষ হবে তাদের পরবর্তী সেমিস্টারের ক্লাস শুরু করা প্রয়োজন।
৩. করোনা ভাইরাসের সংক্রমণ সহনীয় পর্যায়ে হ্রাস পেলে এবং বিশ্ববিদ্যালয় খোলার পরে ফাইনাল পরীক্ষাসমূহ দ্রুত গ্রহন করা প্রয়োজন।
৪. শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির বকেয়া টাকা অতিদ্রুত তাদের বিকাশ একাউন্টে পাঠানো প্রয়োজন।
৫. বিভিন্ন ধরনের সীমাবদ্ধতার (আর্থিক বা নেটওয়ার্ক সমস্যা) কারণে যে সকল শিক্ষার্থী অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারছে না তাদের সঠিক তথ্য সংগ্রহ করে যথাযথ তাদের সমস্যার সমাধান করা প্রয়োজন"।
শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সার্বজনীন ও স্বাভাবিকভাবে সচল রাখার স্বার্থে উলিখিত প্রস্তাবসমূহ বাস্তবায়নের জন্য উপাচার্য মহোদয়কে অনুরোধ জানান বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল শিক্ষক ফোরাম।