প্রকাশ: ৭ অক্টোবর, ২০২০ ১৮:৪৫ অপরাহ্ন
হাবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে গৃহবধূকে শ্লীলতাহানি ধর্ষণচেষ্ঠা ও নিপীড়ন, লক্ষ্মীপুরের রামগতিতে বিধবা নারীকে গণধর্ষণ, ভোলার চরফ্যাশনে গৃহবধূকে ধর্ষণ, গোপালগঞ্জের কোটালিপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ, কুষ্টিয়ার মিরপুরে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ, সিলেটের এমসি কলেজ, খাগড়াছড়ি ও সাভারে ধর্ষণ ও নারী নির্যাতন ঘটনার প্রতিবাদ জানিয়ে, সারা দেশে নারীর প্রতি সহিংসা বন্ধে এবং এসকল ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আলোক প্রজ্জ্বলন করেছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ছাত্রলীগ শাখা।
আজ বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এই আলোক প্রজ্জ্বলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসাইন , আলমগীর হোসেন আকাশ, শাহাবুল ইসলাম, আতিকুল ইসলাম রূপন , রাব্বি শেখ, নোমান, সাগর, মিঠু, আলতাফ সহ আরো অনেকে।