ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

আইনে নিষিদ্ধ থাকলেও জবি ট্রেজারার নির্বাচনী প্রচারণায়


প্রকাশ: ৮ অক্টোবর, ২০২০ ১১:৪৯ পূর্বাহ্ন


আইনে নিষিদ্ধ থাকলেও জবি ট্রেজারার নির্বাচনী প্রচারণায়

জবি প্রতিনিধি : আইন না থাকলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদকে কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমনের পক্ষে নির্বাচনী প্রচারণা করতে দেখা গেছে।

গতকাল বুধবার ট্রেজারার নিজে তার ফেসবুক টাইমলাইনে ' দাউদকান্দিতে নৌকার পক্ষে প্রচারণা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ক্যাপশন দিয়ে দুটি ছবি আপলোড দেন। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন ট্রেজারার হয়ে কোন প্রার্থীর পক্ষে ভোট চাইতে পারেন কি না সেটা নিয়েও প্রশ্ন উঠেছে।

এদিকে বাংলাদেশ নির্বাচন কমিশনের 'উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬' এর ২২নং ধারার (১ নং) উপ-ধারায় বলা হয়েছে, 'সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সরকারি কোন কর্মকর্তা বা কর্মচারি নির্বাচন পূর্ব-সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ করিতে পারিবেন না'।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ বলেন, 'আমি ২০০৮ সালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা করেছি। তবে আমি দাউদকান্দি উপজেলা পরিষদের নির্বাচনে প্রচারণা অংশগ্রহণ করেনি। প্রার্থীর সঙ্গে দেখা করতে গেছিলাম। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করা যায় কি না জানতে চাইলে তিনি বলেন, 'হ্যা, নির্বাচন প্রচারণায় অংশগ্রহণ করা যায়।'

দাউদকান্দি উপজেলা নির্বাচন অফিসার আশরাফুন নাহার বলেন, 'বিশ্ববিদ্যালয়ের একজন ট্রেজারার হিসেবে কেউ নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারেন না। এটা প্রচলিত আইনের পরিপন্থী। এ বিষয়ে কেউ রিটার্নিং অফিসারের বরাবর অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহন করা হবে।'


   আরও সংবাদ