ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

সাপের কামড়ে ইবি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু


প্রকাশ: ১১ অক্টোবর, ২০২০ ২১:০৪ অপরাহ্ন


সাপের কামড়ে ইবি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

ইবি থেকে শাহীন আলম : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর সাপের কামড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) দুপুরে ঘটনাটি ঘটে।

জানা যায়, ইবির উন্নয়ন অধ্যয়ন বিভাগের স্নাতক শ্রেণির ২০১৯-২০ শিক্ষাবর্ষের নিহত ওই শিক্ষার্থীর নাম রাসেল হোসেন। তিনি ঝিনাইদহর শৈলকূপা উপজেলার শেখপাড়া গ্রামের আমজাদ মোল্লার ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রাসেল রাতের খাবার খেয়ে নিজ রুমে ঘুমিয়ে ছিল। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তাকে সাপে কাঁমড় দেয়। হঠাৎ তার চিৎকারে পরিবারের লোকজন টের পায় এবং তাকে উদ্ধার করে স্থানীয় ওঝার কাছে ঝাড়-ফুঁকের জন্য নিয়ে যায়। পরে আজ দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, এ নিয়ে শৈলকুপা উপজেলায় গত দুই মাসে শিশু, গর্ভবতী মহিলা ও শিক্ষার্থীসহ ১৪ জনের মৃত্যুর ঘটনা ঘটলো।


   আরও সংবাদ