প্রকাশ: ১১ অক্টোবর, ২০২০ ২১:০৮ অপরাহ্ন
জবি প্রতিনিধি : দীর্ঘ সাত বছর পর ফের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে শাখা ছাত্রদলকে সক্রিয় হতে দেখা গেছে। ক্যাম্পাসে বাড়ছে তাদের আনাগোনা। এমনকি ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি পালন করার উদ্দেশ্যে ক্যাম্পাসে জমায়েত হতেও দেখা গেছে।
এদিকে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ছাত্রদল ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়। তবে ছাত্রদল ক্যাম্পাসে ২০১৩ সাল পর্যন্ত বেশ সক্রিয়ই ছিল। এরপর ক্যাম্পাস রাজনীতিতে ভাটা পড়লেও ছাত্রদল দলীয় কার্যালয় কেন্দ্রিক ছাত্র রাজনীতি শুরু করে। সম্প্রতি জবি শাখা ছাত্রদলের কমিটি দিবে এমন গুঞ্জন শোনার পর থেকে পদপ্রত্যাশীরা কয়েকটি গ্রুপে ক্যাম্পাস কেন্দ্রিক আনাগোনা দেখা গেছে।
সূত্রে জানা যায়, জবি শাখা ছাত্রলীগের কমিটি না থাকা এবং করোনার কারণে ক্যাম্পাস বন্ধ থাকার সুযোগে ছাত্রদলের নেতাকর্মীরা নিয়মিত ক্যাম্পাসে নানা কর্মসূচি পালন করছে। এছাড়া বন্ধ ক্যাম্পাসে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের উপস্থিতিতে ত্রাণ বিতরণ করেন শাখা ছাত্রদল। এমনকি নিজ এলাকায় বাড়ি হওয়ায় ছাত্রলীগের কয়েকজন নেতার সঙ্গে আঁতাত করে সাংগঠনিক কাজ করছে সংগঠনটি।
ছাত্রদল সূত্রে জানা যায়, জবি শাখা ছাত্রদলের সর্বশেষ কমিটি হয় ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি। তাতে রফিকুল ইসলামকে সভাপতি ও আসিফ রহমান বিপ্লবকে সাধারণ সম্পাদক করা হয়। তারপর থেকে এ পর্যন্ত রফিক- বিপ্লবের কমিটি বহাল আছে। তাদের কমিটির সাংগঠনিক কোন কার্যকারিতা নেই। বর্তমানে জবি ছাত্রদল কয়েকটি ভাগে বিভক্ত হয়ে কাজ করছে।
হঠাৎ ক্যাম্পাস মুখী হওয়ার ব্যাপারে জানতে চাইলে ছাত্রদল নেতা আবিদ কামাল রুবেল বলেন, 'জবি ছাত্রদল যেকোন আন্দোলন সংগ্রামে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তার ই ধারাবাহিকতায় ছাত্রদল ফের ক্যাম্পাস মুখী হয়েছে। শিক্ষার্থীদের মাঝে জাতীয়তাবাদী রাজনীতির উন্মেষ ঘটনার জন্য কাজ করছে।
আরেক ছাত্রদল নেতা মেহেদী হাসান হিমেল বলেন, 'ছাত্ররাজনীতির দুর্দিনে কেন্দ্রীয় ছাত্রদল তৃণমূল থেকে কাজ শুরু করেছে। যার প্রভাব জবি ছাত্রদলের ওপর পড়েছে। যে কারণে ছাত্রদল ছাত্রদের কল্যাণে কাজ করার উদ্দেশ্যে ক্যাম্পাস মুখী হচ্ছে।
জবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফ রহমান বিপ্লব বলেন, 'আমরা ক্যাম্পাসে ঢুকতে গেলেই দলীয় ভিসির পেটোয়া বাহিনী দিয়ে আমাদের ওপর হামলা করে। পুলিশ দিয়ে আমাদের গ্রেপ্তার করে। যেকারণে ক্যাম্পাস কেন্দ্রিক সাংগঠনিক কার্যক্রম না থাকলেও আমরা জবি ছাত্রদল কেন্দ্রের যেকোন কর্মসূচি পালন করেছি। এখন আবার ক্যাম্পাস কেন্দ্রিক ছাত্ররাজনীতির ইতিবাচক ধারা ফিরিয়ে আনতে ছাত্রদল কাজ করছে।