প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২০ ১৭:৪৯ অপরাহ্ন
বশেমুরবিপ্রবি থেকে খাদিজা জাহান : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আগামী সপ্তাহের রোববার (১৮ অক্টোবর) থেকে শুরু হবে অনলাইন ক্লাস।
আজ বুধবার (১৪ অক্টোবর) এ বিষয়টি নিশ্চিত করেন বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান।
তিনি বলেন “ গতকাল মঙ্গলবার এক মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে আগামী রোববার থেকে অনলাইন ক্লাস শুরু হবে। হয়তো আগামীকাল নোটিশ প্রদান করা হবে।”
এসময় তিনি আরও জানান শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে কোনো বিশেষ ইন্টারনেট সুবিধা প্রদানের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।