প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২০ ২১:৩৯ অপরাহ্ন
বশেমুরবিপ্রবি থেকে খাদিজা জাহান : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইয়ুথ ক্যারিয়ার ইন্সটিটিউট এ কিছু সংখ্যক ইয়ুথ অ্যাম্বাসেডর ও এসোসিয়েট মেম্বার নিয়োগ দেয়া হবে।
এক্ষেত্রে বশেমুরবিপ্রবি'র সকল বিভাগের প্রথম ও দ্বিতীয় বর্ষ থেকে একজন ছাত্র এবং একজন ছাত্রী অগ্রাধিকার পাবে।
আগ্রহী প্রার্থীদেরকে আগামী ৩১ অক্টোবর মধ্যে নিম্নোক্ত গুগল ফর্ম এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকৃত প্রার্থীদের জুম প্লাটফর্মের মাধ্যমে ভাইবা নেওয়া হবে।
তারিখ, সময় এবং লিঙ্ক আগামী ৫ই নভেম্বর রাত ৯ টায় ফেসবুক পেজ "Youth career Institute, BSMRSTU Chapter" এর মাধ্যমে জানানো হবে।
সংগঠনটির বশেমুরবিপ্রবি চ্যাপ্টারের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল জানান, ‘বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতন করার লক্ষ্যে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, ক্যারিয়ার সামিট, ক্যারিয়ার ফেস্ট ইত্যাদি আয়োজন করা-ই মূলত আমাদের মূল কাজ।
আমরা উপাচার্য মহোদয়সহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের সাহায্য কামনা করি। বর্তমানে আমাদের ইয়ুথ অ্যাম্বাসেডর এবং এসোসিয়েট মেম্বার নিয়োগ চলছে। আশা করছি একঝাঁক চৌকস, দক্ষ ও কর্মচঞ্চল স্বেচ্ছাসেবক পাব আমরা।’
আবেদনের জন্যে গুগল ফর্মের লিঙ্ক-
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfse7eMXbeiaSHucVkMqOtXiurhzTiYyTVkXDEwKQ55ohbMvg/viewform