প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২০ ১৫:১৩ অপরাহ্ন
মোঃ নাজিম উদ্দিন,যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(যবিপ্রবি) গনিত বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী শাকিল হাওলাদার গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সনাতন ধর্মের তুলসী দেবীকে নিয়ে কটুক্তি ও কু-মন্তব্য করায় তার ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হয়েছে।
একইসঙ্গে তার ছাত্রত্ব কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশও দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি, শিক্ষক সমিতি ও কর্মকর্তা সমিতি ও জ্যেষ্ঠ শিক্ষকদের জরুরি সভায় তার ছাত্রত্ব বাতিলের এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।
এছাড়াও এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
উক্ত ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সনাতনসহ বিভিন্ন ধর্মালম্বী শিক্ষার্থীরা শাকিল হাওলাদারের শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদ করেছেন এবং এরকম ঘটনা যাতে আর না ঘটে সেদিক বিবেচনার দাবি জানিয়েছেন।
উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, এই বিশ্ববিদ্যালয় একটি অসাম্প্রদায়িক বিশ্ববিদ্যালয়। যার যার ধর্ম তার তার পালনের অধিকার রয়েছে। এখানে কেউ সাম্প্রদায়িকতার বীজ বপন করার চেষ্টা করলে বা কেউ সাম্প্রদায়িকতার উন্মাদনা ছড়ালে তার বিরুদ্ধে যথাযথ
প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।