প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২০ ২১:০৮ অপরাহ্ন
জাবি থেকে রোস্তম আলী : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পাচ্ছেন অধ্যাপক ড. স্বাধীন সেন।
শনিবার (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার রহিমা কানিজের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট ১৯৭৩ এর প্রথম স্ট্যাটি ঊটের ৯(১)ধারা বলে র্কতৃপক্ষের র্নিদেশ ক্রমে প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. স্বাধীন সেন কে আগামী (২৬ অক্টোবর) থেকে র্পূবাহ্ণহতে ৩৬ মাসের জন্য ঊক্ত বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ করা হলো। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।
ঊল্লেখ্য যে এর আগে ঊক্ত বিভাগে সভাপতির দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. বুলবুল আহমেদ।