প্রকাশ: ২ নভেম্বর, ২০২০ ১৮:৩৭ অপরাহ্ন
জবি প্রতিনিধি: সেমিস্টার ফি মওকুফের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (২ নভেম্বর) উপাচার্যের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে বলা হয়, 'করোনা সংকট মোকাবিলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী অর্থনৈতিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছে। গত আট মাস ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও শিক্ষার্থীদের মেস ভাড়াসহ আনুসাঙ্গিক ব্যয় থেমে নেই। এর মধ্যে শিক্ষার্থীরা তাদের সংকট মোকাবেলায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট একাধিক বিষয়ে সাহায্য চেয়েও কোনো প্রকার সাড়া পায়নি। আমরা নিজে এসকল সমস্যার ভুক্তভোগী।'
স্মারকলিপিতে আরও বলা হয়, 'সমসাময়িক সময়ে বিভিন্ন বিভাগ থেকে নতুন সেমিস্টারে ভর্তির নোটিশ দেয়া হয়েছে। আমাদের অনেক শিক্ষার্থী এই সময়ে নিজেদের ভরণপোষণ মিটিয়ে সেমিস্টার ভর্তি ফি দিতে অপারগ। এই সংকট মুহুর্তে শিক্ষার্থীদের পক্ষে এই বাড়তি ব্যয় বহন করাও প্রায় অসম্ভব। সম্প্রতি গণমাধ্যমে দেখা যায় দেশের ২৮% শিক্ষার্থী আর্থিক সংকটে পড়ালেখা ছেড়ে দিয়েছে। তাই সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শিক্ষার্থীদের থেকে চলমান সেমিষ্টারের ভর্তি ফি মওকুফের দাবি জানিয়েছি আমরা।'