ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২, ২৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

তিতুমীর কলেজ শিক্ষার্থী শম্পার বাঁচার আবেদন


প্রকাশ: ৭ নভেম্বর, ২০২০ ১৩:৩৪ অপরাহ্ন


তিতুমীর কলেজ শিক্ষার্থী শম্পার বাঁচার আবেদন

স্টাফ রিপোর্টার:  লাল থ্রীপিস পড়া ফুটফুটে মেয়েটা কদিন আগেও প্রাণ খুলে হেসেছে। তাকে নিয়ে দিনমজুর বাবার অনেক স্বপ্ন ছিল। এক মরণব্যধির ছোবলে সবি হারাতে বসেছে সে। আহ কি নির্মম!  

বলছিলাম, সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের ৩য় বর্ষের ছাত্রী শম্পার কথা। মেধাবী এই শিক্ষার্থী মরণ-ব্যাধি ক্যানসারে আক্রান্ত। ইতিমধ্যে মেয়ের চিকিৎসার জন্য প্রায় তিনলক্ষ টাকা শুধ নিয়ে তার চিকিৎসার খরচ খরছ চালিয়েছে পরিবার। অস্বচ্ছলতার কারণে শম্পার পরিবার চিকিৎসার খরচের ভার আর বহণ করতে পারছে না।  যার মধ্যে থেরাপি বাবদ  প্রতিদিন ১৫০০০ হাজার টাকার বেশি খরচ হচ্ছে যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।

বর্তমানে তিতুমীরের শিক্ষর্থী ক্যান্সারে আক্রান্ত শম্পা বনশ্রীর ফরাজী হাসপাতালের ২য় ফ্লোরের ২১৭ নাম্বার কেবিনে চিকিৎসারত আছে। চিকিৎসক বলছেন, তার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল।

জানা যায়, গত ১ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতাল নিলে নানা পরীক্ষার রিপোর্ট অনুসারে  চিকিৎসক জানালেন শম্পা ক্যান্সারে আক্রান্ত। খাদ্যনালীর জটিলতার কারণে তার অপারেশন করানো হয়। অপারেশনের জায়গায় পচন ধরায় পুনরায় অপারেশন করাতে হয়। কিন্তু শরীরের অবস্থার কোন পরিবর্তন হয়নি, যা বর্তমানে ক্যানসারে রূপান্তরিত হয়েছে; এখন ৩ গ্রেড এ আছে, শম্পার সহপাঠী আদনান ফেসবুকে স্ট্যাটাসে লিখেন, "হাসপাতালের বেডে জীর্ণ দেহে যে মেয়েটিকে দেখছেন, সে আমাদের সহপাঠী শম্পা। তার আগের ছবি আর বর্তমানের মধ্যে  তফাৎ শুধু একটাই, থ্রীপিস পড়া ছবিটা কয়েক মাস আগের তোলা, আর আজ দুপুরের হাসপাতালের বেডে পড়ে থাকা ছবিটায় কেমন যেন অপরিচিত লাগে। দেখে মনে হয় ৭০ বছরের বৃদ্ধা, রূপের ছিটে ফোটাও নেই। মরণ-ব্যাধি ক্যানসারে আক্রান্ত শম্পার আর্থিক অবস্থা খুবই নাজুক। বাবা স্বল্প আয়ের মানুষ। ভাই নেই, তিন বোনের মধ্যে সে সবার বড়। ; তার স্বপ্ন লেখাপড়া শেষ করে পরিবারের হাল ধরবে।

তিনি আরও লিখেন, শম্পার বাবা এতদিন মেয়ের পিছনে যে টাকা খরচ করেছেন তা বেশিরভাগই শুধে আনা টাকা। এখন চিকিৎসা চালিয়ে যাওয়া তার পক্ষে আর সম্ভব হচ্ছেনা।

এখন চিকিৎসার অভাবে কি আমাদের বোনটি মারা যাবে? থেমে যাবে কি তার হৃৎস্পন্দন ?? এ হোতে পারে না। আমাদের সকলে সামর্থ্য অনুসারের চেষ্টায় একটি প্রাণ বেঁচে যাবে। ফিরবে আপনজনর মনের আনন্দ। এর থেকে আর ভালো কি বা হোতে পারে!

বিকল্প, বিকাশ ০১৭৯২১১৭৩৩০, ০১৩০১৭৭১৫১৭ রকেট, ০১৯৩৮৯২৭৫৬৫৫


   আরও সংবাদ