প্রকাশ: ৭ নভেম্বর, ২০২০ ২০:২৩ অপরাহ্ন
ইবি থেকে শাহীনঃ ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০২০-২১ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুমায়ুন কবীর জীবন সভাপতি এবং লোকপ্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইরফান মাহমুদ রানা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে।
শনিবার বেলা ১১টা থেকে ১১ টা ৪০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রেসকর্ণারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমান।
৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি হুমায়ুন কবীর শুভ, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান অনি, দপ্তর সম্পাদক শাহাব উদ্দীন ওয়াসিম, অর্থ-সম্পাদক ইমানুল সোহান, প্রচার সম্পাদক শাহেদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য তাজমুল হক জায়িম ও বিপ্লব খন্দকার।
এছাড়া নির্বাচন পর্যবেক্ষক ও প্রক্টর পরেশ চন্দ্র বর্মণ, সহকারী নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের পরিচালক আতাউল হক উপস্থিত ছিলেন