প্রকাশ: ৮ নভেম্বর, ২০২০ ১৯:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আহাদ আইটি ফার্মের বার্ষিক সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার রাজধানীর ম্যারিয়েট কনভেনশন সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আহাদ আইটি ফার্মের চেয়ারম্যান সি এম সাইদুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর সি এম আসাদুল ইসলাম, সিএম ওয়ার্ক সল্যুশন'স এর চেয়ারম্যান সিএম জিশান এবং ম্যানেজিং ডিরেক্টর সিএম ওবায়দুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, 'বাংলাদেশের একঝাঁক তরুণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন ২০২১ এবং ভীশন ২০৪১ পূরণের লক্ষ্যে আউটসোর্সিং পথ বেছে নিয়েছেন। আর এ পথের অগ্রপথিক হিসেবে আহাদ আইটি ফার্ম (এআইটি) তাদের বার্ষিক কর্মপরিকল্পনা অনুযায়ী নিরলসভাবে কাজ যাচ্ছেন।ইতোমধ্যে তাদের কোম্পানিতে এক হাজার বেকার শিক্ষিত যুবকের কর্মসংস্থান করতে সক্ষম হয়েছে। বার্ষিক কর্মপরিকল্পনায় এ আই টি ২০২১ সালের মধ্যে তাদের কর্মীর সংখ্যা পাঁচ হাজারে বর্ধিত করবেন বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।'
এ আইটি ফার্মের চেয়ারম্যান আরো বলেন আমরা এ আইটির পক্ষ থেকে ১০০ মসজিদ প্রতিষ্ঠা, গৃহহীনদের বসতি নির্মান ও ভূমিহীনদের ভূমি প্রদানসহ যাবতীয় সামাজিক উন্নয়নে কাজ করে যাবো।
অনুষ্ঠানে এআইটি ফার্মের চেয়ারম্যান সি এম সাইদুল ইসলাম বলেন, 'আমরা সততা, কঠোর পরিশ্রম আর ধৈর্যের মন্ত্র নিয়ের একঝাঁক তরুণ নিয়ে বাংলাদেশের প্রথম সারির আই টি ফার্ম হওয়ার প্রত্যায় নিয়ে কাজ করে যাচ্ছি।'
প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর সি এম আসাদুল ইসলাম বলেন, ' প্রধানমন্ত্রীর সম্প্রতি ফ্রিল্যান্স্যারদের সামাজিক স্বীকৃতির সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আশা করি, সেই সাথে যথাযথ কর্তৃপক্ষ সরকারের সিদ্ধান্তকে দ্রুত বাস্তবায়ন করে হাজারো শিক্ষিত তরুণদের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরো দৃঢ় হবে।'