প্রকাশ: ১০ নভেম্বর, ২০২০ ১৪:২০ অপরাহ্ন
ইবি থেকে শাহীন : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে নেওয়া হবে না। পূর্বের ন্যায় প্রচলিত নিয়মেই লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গতকাল সোমবার (০৯ নভেম্বর) প্রশাসন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় ভর্তি পরীক্ষা নিয়ে বিভাগসমূহের মতামত উপস্থাপন করা
হলে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এ বছর পূর্বের প্রচলিত লিখিত পরীক্ষার ভিত্তিতে ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও কমিটির পরবর্তী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও পরীক্ষা গ্রহণের বিস্তারিত কর্মসূচি নেয়া হবে বলে জানানো হয়।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ-এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ডিন, বিভাগীয় সভাপতি এবং প্রভোস্টবৃন্দ।