ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা নিয়োগ দিয়েছেন বাইডেন


প্রকাশ: ১২ নভেম্বর, ২০২০ ১৬:৪৯ অপরাহ্ন


হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা নিয়োগ দিয়েছেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরাজয় স্বীকার না করলেও তার প্রতিদ্বন্দ্বী দায়িত্বগ্রহণের পথে এগিয়ে যাচ্ছে এবং তার পছন্দের মানুষদের নিচ্ছেন কাছে টেনে। হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা হিসেবে নিজের পছন্দের লোক দীর্ঘদিনের সহকারী রন ক্লেইনকে ইতিমধ্যে নিয়োগ দিয়েছেন তিনি।

খবরে এমন টায় জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও বিবিসি। এর আগে বাইডেন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে তিনি তার সঙ্গে একই দায়িত্ব পালন করেছিলেন। গভীর বিভাজনে থাকা একটি জাতিকে ঐক্যবদ্ধ করতে ও মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে তাদের বহুদূর যেতে হবে বলে স্বীকার করেন বাইডেন।

তিনি বলেন, রাজনৈতিক পরিসরে তার গভীর বৈচিত্র্যময় অভিজ্ঞতা ও সক্ষমতা আছে। হোয়াইট হাউসে আমি যে রকম একজন চিফ অব স্টাফ চেয়েছি, তার ভেতরে যথাযথভাবেই তা রয়েছে। আমরা এই মুহূর্তের সংকট মোকাবেলা ও দেশকে ঐক্যবদ্ধ করব।

বারাক ওবামার সময় হোয়াইট হাউসের জ্যেষ্ঠ সহযোগী ও আল গোর ভাইস প্রেসিডেন্ট থাকাকালে তার চিফ অব স্টাফও ছিলেন ক্লেইন।

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ প্রেসিডেন্টের দৈনন্দিন কর্মসূচি ব্যবস্থাপক হিসেবে কাজ করেন, যাকে প্রায়ই তার দ্বাররক্ষক হিসেবে বর্ণনা করা হয়। রাজনৈতিক এই নিয়োগের ক্ষেত্রে সিনেটের অনুমোদন লাগে না।

তার ট্রানজিশন টিমের প্রকাশ করা এক বিবৃতিতে বাইডেন ক্লেইনের প্রশংসা করেছেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট তার ওপর আস্থা রাখায় তিনি গর্বিত বলে ক্লেইন এক বিবৃতিতে জানিয়েছেন।

১৯৮৯-৯২ সালে বাইডেন সিনেটের জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান থাকাকালে ক্লেইন কমিটির চিফ কাউন্সেল হিসেবে কাজ করেছেন। ১৯৮৮ ও ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও বাইডেন প্রার্থী হওয়ার চেষ্টা করেছিলেন, অসফল ওই প্রচেষ্টার সময় তার উপদেষ্টা ও বক্তৃতা লেখক হিসেবে কাজ করেছিলেন ক্লেইন।

ওবামা হোয়াইট হাউসে থাকাকালে ভাইস প্রেসিডেন্ট বাইডেনের চিফ অব স্টাফ হিসেবে ২০০৯-১১ পর্যন্ত দায়িত্বপালন করেছেন তিনি। পরে ২০১৪ সালে প্রাণঘাতী রোগ ইবোলার সামান্য প্রাদুর্ভাব দেখা দিলে ওবামার অধীনে ইবোলা জার হিসেবে কাজ করেন তিনি।

ডেমোক্র্যাটদলীয় এই কর্মী বিল ক্লিনটনের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সঙ্গেও যুক্ত ছিলেন। ২০০৪ সালের নির্বাচনে দলীয় প্রার্থী জন কেরির একজন উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন তিনি।

ক্লিনটন, গোর, কেরি, হিলারি ক্লিনটন ও বাইডেনের প্রেসিডেন্সিয়াল বিতর্ক দলের একজন হয়েও কাজ করার অভিজ্ঞতা আছে ক্লেইনের।


   আরও সংবাদ