ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

ইবি শিক্ষার্থীদের ইন্টারনেট ডাটা ক্রয়ে শিক্ষকদের অর্থ সহায়তা


প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২০ ১৮:০৭ অপরাহ্ন



ইবি শিক্ষার্থীদের ইন্টারনেট ডাটা ক্রয়ে শিক্ষকদের অর্থ সহায়তা

ইবি থেকে শাহীনঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকদের একদিনের বেতন কর্তনবাবদ সংগৃহীত অর্থ থেকে শিক্ষার্থীদের ইন্টারনেট ডাটা কেনায় সহায়তা প্রদানের জন্য বিভাগীয় চেয়ারম্যানদের হাতে চেক হস্তান্তর করা হয়েছে।

আজ (১৬ নভেম্বর) দুপুরে উপাচার্য অফিসের সম্মেলন-কক্ষে চেক হস্তান্তর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ৷ এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ছাড়াও কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

করোনা সংক্রমণ শুরুর দিকে শিক্ষকদের একদিনের বেতন কর্তন করে প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত কর্মচারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থ সহায়তা দেয়া হয় ৷ অবশিষ্ট প্রায় সাড়ে তিন লক্ষ টাকা করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ডাটা কেনায় সহায়তার অংশ হিসেবে আনুপাতিক হারে ভাগ করে আজ চেয়ারম্যানদের হাতে তুলে দেয়া হয়েছে।


   আরও সংবাদ