ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

ইবি শিক্ষকের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক


প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২০ ২০:২৫ অপরাহ্ন


ইবি শিক্ষকের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক

ইবি থেকে শাহীনঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোঃ জাকারিয়া রহমান-এর মা আরেফা খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

পারিবারিক সূত্রে জানা যায়, অধ্যাপক ড. মোঃ জাকারিয়া রহমান-এর মা আরেফা খাতুন আজ (০৫ ডিসেম্বর) দুপুর ৩টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

অপর এক শোক-বার্তায় অধ্যাপক ড. মোঃ জাকারিয়া রহমান-এর মায়ের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান শোক জানিয়েছেন। তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল লতিফ পৃথক শোক-বার্তায় আরেফা খাতুনের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন।


   আরও সংবাদ