ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় ইবি রিপোর্টার্স ইউনিটির নিন্দা


প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২০ ১৯:০০ অপরাহ্ন


বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় ইবি রিপোর্টার্স ইউনিটির নিন্দা

ইবি থেকে শাহীন : গত শুক্রবার রাতে কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যের ডান হাত, মুখমণ্ডল ও বাম হাতের অংশ বিশেষ ভেঙে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিকদের সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।

গতকাল শনিবার (০৫ ডিসেম্বর) সংগঠনটির সভাপতি মুর্তজা হাসান ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী ও স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ভাংচুরের মাধ্যমে সমগ্র বাঙালী জাতিসত্বার উপর আঘাত করা হয়েছে।

বিজয়ের মাসে এধরণের ঘটনা বাঙালী জাতির জন্য অশনিসংকেত। দেশের সচেতন নাগরিক হিসেবে আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এধরণের ন্যাক্কারজনক ও গর্হিত অপরাধের সাথে যারা জড়িত তাদের অতিদ্রুত খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।


   আরও সংবাদ